আতর ব্যবহারের ইসলামিক নিয়ম
আতর ব্যাবহার এর সুন্নত নিয়ম
সূচিপত্রঃপ্রাচীনকাল থেকে সুগন্ধি মানুষের একটি জনপ্রিয় বস্তু। অনেকে পারফিউম ব্যবহার করতে ভালোবাসেন। তবে
কিছু কিছু মানুষ আবার নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন না। জেনে রাখা ভালো যে, এগুলো শরীরকে
শুধু দুর্গন্ধ থেকেই মুক্তি দেয় না, এর সাথে একজন ব্যক্তির মনোবলও বৃদ্ধি করে। নিজের
ওপর আত্মবিশ্বাস বাড়ায়। এছাড়া সুগন্ধির নানা উপকারিতা রয়েছে। ইসলামেও আতর ব্যাবহারের
নানা বিধান আছে। চলুন জেনে নিই সেই বিষয়গুলো।
ইসলামে সুগন্ধি ব্যবহারে বিধান
সুগন্ধি এবং
আতর রাসুল (সা.)-এর কাছে খুবই প্রিয় ছিল।
আনাস ইবনে
মালেক (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো
ব্যবহার করিনি। (মুসলিম, হাদিস নং-৮৬১৫)
আনাস (রা.)-এর
আরেক বর্ণনায় রাসুল (সা.) বলেছেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে
এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং–৩৯৩৯)
হাদিসে হয়েছে,
রাসুল (সা.)-কে যদি কেউ সুগন্ধি উপহার দিতো তা তিনি গ্রহণ করতেন ও ফিরিয়ে দিতেন না।
কেউ যদি সুগন্ধি দেয় তাহলে তা ফিরিয়ে দিতে তিনি নিষেধ করেছেন। (বুখারি, হাদিস-৫৫৮৫)
জাতি হিসেবে
মানুষ সভ্য। সৌন্দর্যের সাথে সুগন্ধ মানুষের মনে আনন্দ আনে। নিজের কাছে যেমন ভালো
লাগে তেমনি অন্যকেও আনন্দ দেওয়া যায়। সুগন্ধি মানুষকে আকৃষ্ট করে। ইসলামি শরিয়তে নারী
ও পুরুষ সবার জন্য সুগন্ধি বৈধ। আমাদের রাসূল (সা.)আতর ও সুগন্ধি ব্যবহার করতেন।
রাসূল (সা.)
বলেন, তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে স্ত্রী এবং খোশবুকে প্রিয় করা হইয়াছে। এবং নামাযকে
আমার চক্ষুশীতলতা করা হয়েছে।
স্ত্রীদের
মন আকর্ষণ করার ক্ষেত্রে আতর ব্যবহার করার বিধান আছে। কারণ স্বামী-স্ত্রীর মনই একে
অপরকে নানাভাবে আকর্ষণ করে এবং বিশেষ করে আতর তাহাদের প্রেমের সমুদ্রে জোয়ার আনে।
আতর ব্যাবহারের উপকারী দিক
সুন্দর পোশাক
এর মতোই সুগন্ধি একজন মানুষকে আত্ববিশ্বাসী করে তোলে। সুগন্ধির মাধ্যমে শরীরের দুর্গন্ধের
দুশ্চিন্তা ও বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব। সুগন্ধি ব্যবহারের কারণ হলো শরীর এর
দুর্গন্ধ দূর করে শরীরকে সুবাসিত করা। শত বছর
ধরে মানুষ ঘামসহ শরীরের আরও নানা দুর্গন্ধ দূর করার জন্য এটি ব্যবহার করে আসছে। তাছাড়া
একজন মানুষকে সতেজ রাখতেও সহায়তা করে সুগন্ধি বা আতর।
মেয়েদের সুগন্ধি ব্যবহারের বিধান
যেসব সামগ্রী
হালাল বস্তু দ্বারা তৈরি, যার দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনের কোনো বিকৃতি ঘটে না,
তা ব্যবহার করা জায়েজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামি জীবনরীতির অবিচ্ছেদ্য
অংশ বটে। ইসলাম নির্দেশ দেয় যে, স্ত্রী যেন ঘরে স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে।
স্বামীর উদ্দেশে সাজসজ্জা করা একটি ইবাদতের সমতূল্য। ‘চীরজীবনের সঙ্গী’ বা ‘সবসময় দেখছে’
এমন বলে স্বামীর সামনে একেবারে অগোছালো থাকা ইসলামি শিক্ষাবিরোধী।এ ক্ষেত্রে প্রয়োজনে
বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার ইসলামে নিষেধ করা আছে। এতে পর্দার লঙ্ঘন করা হয়।
হাদিসে ওইসব নারীদেরকে অভিসম্পাত করা হয়েছে, যারা সুগন্ধি ব্যবহার করে ঘড় থেকে বের
হয়। রাসূল (সা.) বলেছেন, ‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার
করে কোনো পুরুষে এর মজলিসের পাশ দিয়ে অতিক্রম
করে, তবে সেও ব্যভিচারিণী’ (আবু দাউদ- ৪৫৪০)।
কমেন্ট করুন
comment url